উমরাহ্ হজ্জ্ব ই-ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • পাসপোর্ট (কমপক্ষে ৮ মাসের মেয়াদ সম্পন্ন)। (অরিজিনাল)
  • ছবি দুই কপি পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড, গ্লোসী পেপার, ল্যাব প্রিন্ট।
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ।(অরিজিনাল)
  • মাহরাম পুরুষের অনুমতিপত্র (মহিলাদের ক্ষেত্রে)।
  • বায়োমেট্রিক নিবন্ধন Saudi Visa Bio মোবাইল এ্যাপে।
  • পেশাগত প্রমানঃ ব্যবসায়ী, চাকুরীজীবি, ছাত্র/ছাত্রী, গৃহীনি, অবসরপ্রাপ্ত। (নিচে পড়ুন)।
  • ✪ নোট: ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা নোটারী কপি। [স্বামী-স্ত্রীর ভিসার ক্ষেত্রে]
  • ভিসা ফি এবং প্রসেসিং ফিঃ ২৫,০০০/- (ভিসা ফি ফেরতযোগ্য)
  • ভিসা মেয়াদ- ৩ মাস, সিঙ্গেল এন্ট্রি।
  • ডেলিভারির সময়ঃ ৭-১৫ কর্ম দিবস।
  • ভিসা ফি বা প্রসেসিং ফি যে কোন সময় বিনা নোটিশে পরিবর্তন হতে পারে।
  • নোটঃ- ভিসা প্রদান করা না করার অধিকার একমাত্র দূতাবাস সংরক্ষন করে।  
Scroll to Top