❖ জেলা ফিঙ্গার দিতে প্রয়োজনীয় ডকুমেন্টঃ-
- পাসপোর্ট এর কালার কপি। অরিজিনাল হলে ভালো।
- ভিসা কপি/ আইপি কপি , ইউরোপ হলেঃ- অফার লেটার, ইনভাইটেশন কপি।
- বিএমইটি রেজিস্ট্রেশন কপি।
- ট্রেনিং সার্টিফিকেট (সংশ্লিষ্ট দেশে প্রথমবার গমনেচ্ছুদের জন্য।।
✪ জেলা ফিঙ্গার কম্প্লিট কিনা চেক করতে ক্লিক করুন।
ঠিকানাঃ-
- মুন্সীগঞ্জ এর ফিঙ্গার অফিস এর ঠিকানাঃ- সুপার মার্কেট মোড় থেকে নদীর পাড়ের দিকে, পূর্বের দর্পনা হলটিই বর্তমানে মুন্সীগঞ্জ ফিঙ্গার অফিস।
- নারায়নগঞ্জ এর ফিঙ্গার অফিস এর ঠিকানাঃ- বন্দরঘাট, নারায়নগঞ্জ।
তিন দিন ট্রেনিং
❖ ট্রেনিং দিতে প্রয়োজনীয় ডকুমেন্টঃ-
- পাসপোর্ট এর কালার কপি। অরিজিনাল হলে ভালো।
- বিএমইটি রেজিস্ট্রেশন কপি।
- ভিসা কপি/ আইপি কপি অথবা অফার লেটার, ইনভাইটেশন কপি।
- ৪ কপি ছবি। পাসপোর্ট সাইজ।
✪ ট্রেনিং সার্টিফিকেট চেক করতে ক্লিক করুন।
ঠিকানাঃ-
- টংগিবাড়ী উপজেলার ট্রেনিং অফিস এর ঠিকানাঃ- বড়লিয়া, মেরিন টেকনোলজি, টংগিবাড়ী থানা, ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন।
- নারায়নগঞ্জ এর ট্রেনিং অফিস এর ঠিকানাঃ- বন্দরঘাট, নারায়নগঞ্জ।
ফিঃ-
নরমাল সময়ে ডেলিভারি = ৬৫০-৭০০/-