❖ নিজ নাম/পিতার নাম/মাতার নাম ও বয়স সংশোধনের ডকুমেন্টঃ-
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র।
- আবেদনকারীর পাসপোর্ট (যদি থাকে)
- পিতার জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ/মৃত্যু সনদ/পাসপোর্ট।
- মাতার জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ/মৃত্যু সনদ/পাসপোর্ট।
- বিদ্যালয় প্রত্যয়নপত্র/৫ম-৮ম শ্রেনীর সনদ।
- শিক্ষা সনদ (এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স)।
- দৈত নামের প্রত্যয়নপত্র।
- চেয়াম্যান সার্টিফিকেট/প্রত্যয়নপত্র।
- এফিডেভিট/হলফনামা।
- ওয়ারিশ সনদ।
- পারিবারিক সদস্য সনদ।
ব্যাংক জমাঃ সংশোধনের ধরন ভেদে ব্যাংক জমা ১২৫-৫৭৫ পর্যন্ত হয়।
আবেদন ফিঃ– ৩০০ (তিনশত) টাকা।
সার্ভার থেকে ম্যাসেজ বা ফোন আসবেঃ ৭-৬০ কর্ম দিবসের মধ্যে।