পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

১ম ধাপঃ- আবেদন

  আবেদনের জন্য ডকুমেন্টঃ-
⮚  পাসপোর্ট এর স্পষ্ট স্ক্যান কপি (সত্যায়িত)।
⮚  জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর স্পষ্ট স্ক্যান কপি (সত্যায়িত)।
⮚  গমনেচ্ছু দেশের নাম।
⮚ মোবাইল নাম্বার।

২য় ধাপঃ- ৩-৪ দিন পর এসএমস

  থানায় ভেরিফিকেশন ডকুমেন্ট-
⮚ আবেদনের কপি (আমরা দিব)।
⮚ চালান কপি ব্যাংক জমা (আমরা দিব)।
⮚ পাসপোর্ট এর ফটোকপি (সত্যায়িত)।
⮚  জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর ফটোকপি।
⮚  পিতার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/মৃত্যু নিবন্ধন ফটোকপি।
⮚  মাতার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/মৃত্যু নিবন্ধন ফটোকপি।
⮚  স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন ফটোকপি। (বিবাহিত হলে)
⮚  চেয়ারম্যান সার্টিফিকেট।
⮚ বিদ্যু বিল।

৩য় ধাপঃ- সার্টিফিকেট আনয়ন

  এস.পি অফিস থেকে সার্টিফিকেট আনয়নের জন্য ডকুমেন্ট-
⮚ আবেদনের কপি (আমরা দিব)।
⮚ চালান কপি ব্যাংক জমা (আমরা দিব)।
⮚ পাসপোর্ট এর স্পষ্ট স্ক্যান কপি (সত্যায়িত)।
⮚  জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর ফটোকপি।
⮚  আবেদনকারী ব্যাতিত যে সার্টিফিকেট আনতে যাবে তার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্ট এর ফটোকপি।

ব্যাংক জমাঃ ৫০০ (পাঁচশত) টাকা।
আবেদন ফিঃ– ৩০০ (তিনশত) টাকা।
থানা থেকে ম্যাসেজ বা ফোন আসবেঃ ৩-৫ কর্ম  দিবসের মধ্যে।
ডেলিভারির সময়ঃ ৭-১৫ দিন।
সনদের মেয়াদঃ ৩ মাস।

✪ বিঃদ্রঃ

  • আবেদনকারী দেশে অবস্থান করলে ১ম শ্রেনীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে।
  • আবেদনকারী প্রবাসে অবস্থান করলে সংশ্লিস্ট দেশে অবস্থিত বাংলাদেশী দুতাবাস থেকে সত্যায়িত পাসপোর্ট কপি দিতে হবে। 
  • অবশ্যই সাথে যাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উত্তোলনের দায়িত্ব প্রদান করা হয়েছে তাকে হস্তান্তরের অনুমতি পত্র দিতে হবে। নিচে নমুনা প্রদান করা হলো।
  • আবেদনকারীর পাসপোর্ট অন্য দেশ থেকে ইস্যু/রিইস্যু/রিনিউ করা হলে অবশ্যই আবেদনের সাথে বাংলাদেশে আগমন/নিগর্মন এর সিল সমেত পাসপোর্ট পাতার স্ক্যান কপি দিতে হবে। 
BCS Cadre Attested
Passport Arrival Page
Embassy Attested Passport Page

অন্য গ্রহিতাকে হস্তান্তরের আবেদন এর নমুনা

Scroll to Top