জাতীয় পরিচয়পত্র নতুন নিবন্ধন


  • আবেদনকারীর জন্মসনদ অনলাইন (বাংলা)।
  • আবেদনকারীর জন্মসনদ অনলাইন (ইংরেজী)।
  • আবেদনকারীর পাসপোর্ট এর কপি। (যদি থাকে)।
  • পিতার জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ/মৃত্যু সনদ।
  • মাতার জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ/মৃত্যু সনদ।
  • স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ (বিবাহিত হলে)।
  • কাবিননামা (বিবাহিত হলে)।
  • শিক্ষা সনদ (এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স) [যদি থাকে]
  • পেশাগত কাগজপত্র (চাকুরী, ব্যবসা, শিক্ষার্থী)।
  • বিদ্যালয় প্রত্যয়ন/৫ম/৮ম শ্রেনীর সনদ।
  • চেয়াম্যান সনদ/প্রত্যয়ন।
  • চেয়ারম্যান কর্তৃক ভোটার নিবন্ধন করার প্রত্যয়ন।
  •  বিদুৎ বিল/গ্যাস বিল।
  • বাড়িভাড়া রশিদ/চৌকিদারী কর/পৌরকর।
  • ফোন নাম্বার চলমান।
  • প্রবাসীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
  • পাসপোর্ট।
  • পাসপোর্ট এ দেশে আসার এরাইভাল পাতা।
  • টিকেট কপি।
  • ভিসা কপি।

 বিঃদ্রঃ অনলাইনে পুরনকৃত আবেদন ফরম এ যাচাইকারী হিসেবে যাচাইকারীর ঘর-এ স্থানীয় মেম্বার এর জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখে, সীল ও স্বাক্ষর করাতে হবে এবং সনাক্তকারীর ঘরে পরিবারের একজন সদস্যের জাতীয় পরিচয়পত্র নং সহ স্বাক্ষর করাতে হবে।


 সকল ডকুমেন্ট A4 সাইজ  ফটোকপি। 


 অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। 

 জাতীয় পরিচয় পত্র নিবন্ধনের জন্য কোন প্রকার সরকারি ফি নেই।


✪ বিঃদ্রঃ আবেদনকপির সাথে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট উপজেলা নির্বাচন কমিশন অফিসের নিকট সঠিককতা যাচাইয়ের পর তারা ছবি ও ফিঙ্গার গ্রহনের জন্য তারিখ সম্বলিত একটি টোকেন দিবেন। উক্ত তারিখে ছবি ও ফিঙ্গার প্রিন্ট প্রদান সম্পন্ন করার ১-৩ মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি সার্ভার থেকে সংগ্রহ করা যাবে।

Scroll to Top